Generic placeholder image

লেখা

আমি কোনোকালেরই লেখক নই। একটু আধটু যা পারি তা গান গাওয়াই। কলেজে ডিগ্রি ক্লাসে পড়ার সময় থেকে জড়িত হয়ে পড়েছিলাম বামপন্থী ছাত্র আন্দোলনের সাথে।তখন থেকেই মনের ভেতর এই জীবন নিয়ে সমাজ নিয়ে মানুষ নিয়ে মানুষের ভালোমন্দ নিয়ে নানা প্রশ্ন মনের ভেতর উথাল পাথাল করে। এই প্রশ্ন থেকেই বুঝি আর না-বুঝি এটা ওটা পড়ি। সবটা বুঝেও উঠতে পারি না। এই অসহায়তাগুলি কাছেরজনদের সাথে ভাগ করে নিতেই কবে যেন লিখতে শুরু করলাম। প্রথমে শুধুই লিখেছি সংবাদপত্রের জন্যে নিবন্ধ। প্রশ্রয় পেয়ে মাথায় ওঠার মত এরপর নানা বিষয়েই নানা ধরণের লেখা লিখেছি। তার একটাও দাঁড়ায় নি জানি, তবু পড়াতে ইচ্ছে করে। এই হ্যাংলামো থেকেই এই ওয়েবপ্রাঙ্গনে সেগুলোকেও তুলে ধরছি বন্ধু-সুজনদের দরবারে।

গান বিষয়ক

সমাজ-ভাষা-সংস্কৃতি

স্মরণ

বিচিত্রিতা