Generic placeholder image

ছবি

আলাদা করে দেখলে ছবিগুলি স্থির, নিথর। কিন্তু সেই ছোটোবেলা থেকে এই বড়ো অবেলা অবধি ব্যাপ্ত সময়ের নানা স্থির চিত্রকে এক জায়গায় জড়ো করলে হয়ত একটা গল্প বলাই হয়ে যায়। একটি ছেলের গল্প, যে এক সুদূরকালে শিলং এর লাবানের রাস্তায় রাস্তায় পাহাড়ি ঝর্ণার ধারে পাইন গাছের সারের মাঝে মাঝে জেগে ওঠা ইজালিয়া ফুলের কাঁটাঝোপে দস্যিপনা করে বেড়াতো। বালকবেলায় যে চলে এসেছিল বরাকপারে। মাঝে মাঝেই স্বপ্নে দেখত শিলং-এর পাইন গাছ, পাহাড়ি ঝর্ণা, ছোটোবেলার খাসি কঙের স্নেহের কোল, বাড়ির নেপালি কাজের ছেলে হস্তে বাহাদুরের গান। সকালবেলা ঘুম থেকে উঠে দেখত তার বালিশ ভিজে গেছে। তারপর বাল্য কৈশোর পেরিয়ে বরাক পারেই যৌবনে বুকের ভেতর ফুটে উঠল রাঙাপলাশ। তারপর এক গভীর ভালোবাসার কোল ছেড়ে হঠাৎই জীবনের কী এক রসিকতায় মাঝ বয়েসে ঠাঁই বদল করে চলে আসতে হল গাঙ্গেয় বাংলায়। হাসি, গান, অভিমান, ভালোবাসার এক অকিঞ্চিৎকর জীবনের কিছু কিছু স্থির ছবি, যার হয়ত কোনো মূল্য নেই, হয়ত থাকতেও পারে।

গানে গানে

নানা জনের সাথে

নানা মুহূর্তে