Generic placeholder image

এই ওয়েব-প্রাঙ্গন আমার - স্বপ্নের জানালা। কাছের এবং দূরের বন্ধুদের ছুঁতে চাই এই জানালা দিয়ে হাত বাড়িয়ে। কখনো ফিস ফিস করে বলব আমার ভালোবাসার কথা, গাইব আমার প্রাণের গহনে গুমড়ে ফেরা গান, কখনো সোচ্চারে ব্যক্ত করব আমার ক্রোধ, আমার অসহায় কান্না। কখনো হেসে উঠব অকারণ। কখনো একান্ত নির্জনতায় স্তব্ধ হয়ে ভাবনার ঢেউয়ে ঢেউয়ে তোলপাড় হব। কখনো বলব ভালোলাগার কথা, বলব ভালোবাসার কথা। বলব নিজের কথা। বন্ধুর কথা। বলব অন্যের কথাও। যাঁর কথা যাঁর সুর অশ্রুত, হয়ত কখনো শুনেছি শুধু আমি, চাইব সেই কথা সেই সুর বেজে উঠুক এই প্রাঙ্গনের পাতায় পাতায়। চাই গান শোনা এবং শোনানোর, কথা বলা এবং বলানোর এক অন্য পরিসর করে গড়ে তুলতে এই ওয়েব-ঠিকানাকে। এখানে আমি তো থাকবই, থাকবে আমার ভালোলাগা এবং ভালোবাসার মানুষরাও। বিশ্ববাজারের পণ্য হয়ে ওঠার যাঁর যোগ্যতা নেই, হয়ত নেই অভিপ্রায়ও, সে চায় সব কাঙালের - স্বপ্নবিনিময়ের আসর বসানোর চাতাল হয়ে উঠুক এই ওয়েব-প্রাঙ্গন। আমি, আমার যথাসর্বস্ব গান, আমার ভাবনা, আমার অক্ষম লেখা, তার সাথে আমার - স্বপ্নদোসর বন্ধুরা ও তাঁদের সৃজন-পৃথিবী- সব মিলিয়ে সরগরম থাকুক আসর।
এখানেই সঙ্গ পেতে চাই কাছের এবং দূরের জানা অজানা বন্ধুদের।
বন্ধু, রহো রহো সাথে!